চ্যানেল টোয়েন্টিফোরের ১০ বছর পূর্তি উদযাপন বরিশালে

বেসরকারি টেলিভিশন “চ্যানেল টোয়েন্টিফোর” এর ১০ বছর পূর্তি উপলক্ষে বরিশাল অফিসের আয়োজনে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বেলা ১২ টায় দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম, বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ ও বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সুমন ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুব্রত বিশ্বাস দাস।
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মুক্তিযুদ্ধকালিন রনাঙ্গনের মুখপাত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,সাংবাদিক ইউনিয়ন বরিশালের সহ-সভাপতি ও “চ্যানেল টোয়েন্টিফোর” এর প্রতিষ্ঠাকালিন বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে চ্যানেল টোয়েন্টিফোর এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন চ্যানেলটির বরিশাল ব্যুরো প্রধান মো. কাওসার হোসেন রানা।অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেলের ব্যুরো প্রধান কাওসার হোসেন রানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেক কেটে চ্যানেল টোয়েন্টিফোরের ১০ বছর পূর্তি উদযাপন করা হয়।