ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার নবনির্বাচিত কমিটির সভাপতি মিম ও সম্পাদক সাকিব

ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার নতুন কমিটি গঠিত হয়। ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার নবনির্বাচিত কমিটিতে নুসরাত জাহান মিমকে সভাপতি ও আলী মোর্তজা সাকিবকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার ২৯ মার্চ মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের ২৬তম জেলা সম্মেলন মহাত্মা অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত হয়। প্রদীপ কুমার দাস রাহুলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছাত্রনেতা অনিক রায়। সম্মেলনের উদ্বোধন শেষে বর্ণাঢ্য মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। কীর্তনখোলা মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও তরিকুল ইসলাম শোভনকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ সভাপতি হিসেবে জয়দেব সাহা, সহকারী সাধারণ সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ সুজয় সরকার, দপ্তর সম্পাদক আরাফাত ইসলাম ইমন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহেদ মাহমুদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রুবাইয়াৎ সোবহান অদ্রি, সাংস্কৃতিক সম্পাদক অদিতি ভট্টাচার্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনুশ্রী দে, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অনিন্দ্য দে শুভ্র, বুশরা ইসলাম সদস্য নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটি সামনের দিনে ছাত্রস্বার্থ রক্ষার সর্বাত্মক লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন।