ছেঁড়া টাকা বাংলাদেশ ব্যাংকের

ছেঁড়া টাকা বাংলাদেশ ব্যাংকের


  
 বগুড়ার শাজাহানপুরের খাউড়ার বিলে পাওয়া বিপুল পরিমাণ ছেঁড়া টাকা নিয়ে নানা গুঞ্জনের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয় বলেছে, এগুলো বাতিল ও অচল টাকা। এই টাকা তারাই কুচি কুচি করে কেটেছে। আর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, আগের তুলনায় বেশি পরিমাণে ছেঁড়াফাটা, ময়লা ও পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়ার কারণে নোট ধ্বংসের পরিমাণও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জগন্নাথ চন্দ্র ঘোষ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে  বলেন, ‘বাতিল নোটগুলো নিয়ম অনুযায়ী ধ্বংস করার জন্য বাংলাদেশ ব্যাংকই কুচি কুচি করে কেটেছে। ১ টাকার নোট থেকে ৫০ টাকার নোট পর্যন্ত পোড়ানোর নিয়ম। আর বড় নোটগুলো (১০০, ৫০০ ও ১০০০ টাকা) কুচি কুচি করে কেটে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। বড় নোট পোড়ানো যায় না। কারণ, বেশি ধোঁয়া হওয়ার কারণে পরিবেশ নষ্ট হয়।’

তিনি বলেন, বগুড়া কার্যালয়ে কুচি করা টাকার ১ হাজার ৮০০টি বস্তা জমা হয়েছিল। গত ২২ আগস্ট সেখান থেকে ২৪০টি বস্তা ফেলে দেওয়ার জন্য পৌরসভার মেয়রকে চিঠি দেওয়া হয়। পরে পৌরসভা সেগুলো ট্রাকে করে ফেলে দিয়েছে।
পরিবেশের ক্ষতির কথা বিবেচনা করে টাকা পোড়ানো হয় না মন্তব্য করে তিনি জানান, এগুলো কোথাও ফেলে দেওয়াই নিয়ম। এটা নিয়ে কৌতূহলের কিছু নেই বলেও জানান তিনি।


বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জিএম আবুল কালাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশ ব্যাংকও পরিচ্ছন্ন নোট প্রচলন নীতি অনুসরণ করায় আগের তুলনায় বেশি পরিমাণে ছেঁড়াফাটা, ময়লা ও পুরনো নোট বাজার থেকে তুলে নিচ্ছে। এর ফলে নোট ধ্বংসের পরিমাণও বেড়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশবান্ধব নোট ধ্বংসকরণ প্রক্রিয়া অনুসরণের লক্ষ্যে নোট কম পোড়ানো হচ্ছে। পরিবেশবান্ধব উন্নতমানের শ্রেডিং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরায় পরিণত করে আবর্জনা হিসেবে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে এদিন সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার চান্দাই গ্রামের জলশুকা এলাকায় একটি সেতুর পাশে দুই বস্তা কুচি কুচি করা টাকা পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
উদ্ধার করা ছেঁড়া টাকার মধ্যে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট আছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিল থেকে কয়েক বস্তা টুকরো টাকা সংগ্রহ করা হয়েছে। এর দুই বস্তা আলামত হিসেবে পুলিশ এবং এক বস্তা র‌্যাব নিয়ে গেছে।