জাহাজের মাস্টার, লস্করের অবহেলায় শীতলক্ষ্যায় লঞ্চডুবি: পুলিশ

জাহাজের মাস্টার, লস্করের অবহেলায় শীতলক্ষ্যায় লঞ্চডুবি: পুলিশ

কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর মাস্টার, লস্করসহ যারা জাহাজটি চালাচ্ছিলেন তাদের অবহেলায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় নৌ পুলিশের এসপির কার্যালয়ে রূপসী-৯ কার্গো জাহাজের প্রথম শ্রেণির মাস্টার রমজান আলী ও দ্বিতীয় শ্রেণির মাস্টার নূরুল আলম লঞ্চডুবির বর্ণনা দেন।

তারা বলেন, চলাচলের সময় ২ জন শ্রমিকের (লস্কর) কার্গো জাহাজের সামনে দাঁড়িয়ে থাকার নিয়ম আছে। অন্তত একজনকে অবশ্যই থাকতে হবে। তারা জাহাজের সামনে থাকা নৌযান সম্পর্কে মাস্টারকে জানাবেন। কিন্তু ‘এমভি রূপসী-৯’ কার্গো জাহাজে সামনে দায়িত্বপ্রাপ্ত লস্করদের একজনও ছিলেন না। এ কারণেই ছোট লঞ্চটিকে ধাক্কা দেয় এমভি রূপসী-৯।

এসময় ২ মাস্টারের উদ্দেশে নারায়নগঞ্জ জেলা নৌ পুলিশের এসপি মিনা মাহমুদ বলেন, ‘এখানে আপনারা দায়িত্বে অবহেলা করেছেন। লস্কর না থাকার ব্যাপারটা আপনাদের দেখা উচিত ছিল।’

মিনা মাহমুদ পরে গণমাধ্যমকে বলেন, ‘আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৮ জনের নামে মামলা হয়েছে। দুর্ঘটনায় ৬ জনের সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।’

মামলার বাদী বিআইডব্লিউটিএর উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বলেন, ‘কার্গো জাহাজের মাস্টার, ইঞ্জিনিয়ার, লস্করসহ অন্যান্য কর্মকর্তাদের অবহেলায় লঞ্চটি ডুবেছে। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

নৌ থানায় আটক রূপসী-৯ কার্গো জাহাজের দ্বিতীয় শ্রেণির মাস্টার নূরুল আলম বলেন, ‘লস্কর সুমন ও ইয়াছিন ঠিকভাবে দায়িত্ব পালন করেনি। আমি দুইজনকেই বলেছিলাম জাহাজের সামনে থাকার জন্য। কিন্তু তাদের কেউ সেখানে ছিল না। এ কারণে ছোট লঞ্চটিকে দেখা যায়নি।’

এসময় লস্কর সুমন ও ইয়াছিন তার পাশে বসে থাকলেও কোনো জবাব দেননি।

তিনি আরও বলেন, ‘ভিডিওতে যেমনটা দেখেছেন, লঞ্চটি সোজা চলাচল করলে এ দুর্ঘটনা ঘটত না। লঞ্চটি চেয়েছে একটু বাঁক নিয়ে এগিয়ে যেতে। এতে লঞ্চটি জাহাজের সামনে চলে আসে।’

উল্লেখ্য, রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে 'এমভি রূপসী-৯' কার্গো জাহাজের ধাক্কায় 'এমএল আফসার উদ্দিন' নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ আছেন ৪ জন যাত্রী।