জীবনানন্দের সুরঞ্জনা হলেন প্রভা

জীবনানন্দের সুরঞ্জনা হলেন প্রভা

‘‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,/বোলো নাকো কথা অই যুবকের সাথে;/ফিরে এসো সুরঞ্জনা:/নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;’’ কবি জীবনানন্দ দাশ তার আকাশলীনা কবিতায় এভাবেই সুরঞ্জনাকে ফিরে আসতে অনুরোধ করেছেন।

এবার জনপ্রিয় এই কবিতার ‘সুরঞ্জনা’র চরিত্রে অভিনয় করলেন সাদিয়া জাহান প্রভা। আকাশলীনা কবিতার ছায়া অবলম্বনে নির্মিত একটি নাটকে তাকে সুরঞ্জনা চরিত্রে দেখা যাবে। ‘সুরঞ্জনার শেষ সংলাপ’ নামের এই একক নাটকটি রচনা করেছেন আহমেদ তাওকীর, পরিচালনা করেছেন সীমান্ত সজল। প্রভা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, রাশেদা চৌধুরী,  ডাঃ আমিন বাচ্চু, এবং কেএস রবিন। ইলিউশন প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক: সঞ্জিত সরকার।

পরিচালক সীমান্ত সজল বলেন, ‘বর্তমান সময়ে এসে সৃজনশীল নান্দনিক উপস্থাপনার মাধ্যমে ভালোবাসার গল্প বলার ভিন্ন প্রয়াস সুরঞ্জনার শেষ সংলাপ।  বিপুল আর সুরঞ্জনার ভালোবাসার গল্প বুনন সুরঞ্জনার শেষ সংলাপ। বিপুল এত কাছে থেকে এত সুন্দর করে মেলামেশা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যখনই কবিতার আশ্রয়ে ভালোবাসা নিবেদন করে তখনই সুরঞ্জনা অবাক হয়ে বলে দেয়। কিন্তু কি বলে সুরঞ্জনা?  সেটাই গল্পের চমক। তাহলে বিপুল এর শেষ পরিণতি কি?  সুরঞ্জনার শেষ সংলাপ নাটকটা দেখার সাদর আমন্ত্রণ জানাই সাহিত্যপ্রেমি সকল দর্শককে।’

নাটকটি ০৪ সেপ্টেম্বর, শনিবার রাত ৮ টায় আরটিভিতে প্রচারিত হবে বলে জানালেন পরিচালক সীমান্ত সজল।