ঝালকাঠিতে তথ্য অধিকার ক্যাম্পেইনে তথ্য চেয়ে আবেদন করেছে সাড়ে ৪ শতাধিক ব্যক্তি

ঝালকাঠিতে তথ্য অধিকার ক্যাম্পেইনে তথ্য চেয়ে আবেদন করেছে সাড়ে ৪ শতাধিক ব্যক্তি

ঝালকাঠিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র ১০ দিন ব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০টায় ঝালকাঠি সরকারী মহিলা কলেজে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় উক্ত ক্যাম্পেইন। ১০ দিন ব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে তথ্য জানার অধিকার বিষয়ে সচেতন হয়েছে প্রায় ১হাজার মানুষ। তাদের মধ্যে সাড়ে ৪ শতাধিক ব্যক্তি টিআইবি’র ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহযোগিতায় বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে আবেদন করেছেন।

গত ১৭ মার্চ (বৃহঃবার) ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্ধোধনী দিন থেকে ১০ দিন ব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়। মেলা শেষ হওয়ার দিন (২৪ মার্চ) পর্যন্ত টিআইবি-সনাকের স্টলে তথ্য অধিকার ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় সাড়ে ৮শত মানুষ তথ্য অধিকার আইন ও এর প্রয়োগ সম্পর্কে জানতে পেরেছেন এবং তাদের মধ্যে ৩৩৮জন ব্যক্তি টিআইবি’র ইয়েস গ্রুপের সহযোগিতায় বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে আবেদন করতে সক্ষম হয়েছেন। এছাড়া ঝালকাঠি সরকারি কলেজ এবং ঝালকাঠি সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয় ক্যাম্পেইনের ২য় ধাপ। ক্যাম্পেইনের আওতায় কলেজভিত্তিক তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত কলেজ দুটিতে। সোমবার (২৮ মার্চ) সকালে ঝালকাঠি সরকারি কলেজে এবং মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে উক্ত ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সহযোগিতায় ও কলেজ কর্তৃপক্ষের আয়োজনে ওরিয়েন্টেশনে উক্ত কলেজ দুটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশন দুটিতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইন-২০০৯ ও এর প্রয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয় তুলে ধরেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০ টায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য ড. কামরুন্নেছা আজাদ এবং মোঃ নজরুল ইসলাম তালুকদার। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী ৭০ জন শিক্ষার্থী হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শিখেছেন এবং টিআইবি’র ইয়েস গ্রুপের সহযোগিতায় বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে আবেদন করেছেন। এছাড়া শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন-২০০৯ এর উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী তিনজনকে ক্রেস্ট ও বই উপহার দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।