ঢাকা রক ফেস্ট-এর তৃতীয় আসর

ঢাকা রক ফেস্ট-এর তৃতীয় আসর বসছে শিগগিরই। 'ঢাকা রক ফেস্ট ৩.০' নামের এই আয়োজনে এবার ৩০টি ব্যান্ড পারফর্ম করবে। দুই দিনব্যাপী রক ফেস্টটি আয়োজন করছে আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকার।
আয়োজন প্রসঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, 'আমাদের আয়োজন সব সময় রক মিউজিককেন্দ্রিক। পর পর দুইবার এই আয়োজন করেছি এবং আশানুরূপ সফলতাও পেয়েছি। তা ছাড়া তারুণ্যের উৎসাহ আর উল্লাস আমাদের ব্যাপকভাবে আপ্লুত করে। তাই এবার আমরা ঢাকা রক ফেস্টের তৃতীয় আসর নিয়ে আসছি দুই দিনব্যাপী। বিশাল এ আয়োজনে দেশের জনপ্রিয় ৩০টি ব্যান্ড পারফর্ম করবে। আমি নিজেও আয়োজনটি নিয়ে বেশ উচ্ছ্বসিত।'
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরা (আইসিসিবি)-এর এক্সপো জোনে কনসার্টটি আয়োজন হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা তার কাছাকাছি সময়ে।