তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফের মনোনীত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলটির নতুন গঠিত জাতীয় কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একক ভাবেই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বৃত্তের বাইরে রাখা হবে না, এমন খবর সকাল থেকেই একাধিক সূত্র মারফত পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত তৃণমূলে জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে হয়েছেও তাই। পদ ফিরে পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে যেমনটা শোনা যাচ্ছিল, একাধিক সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাখা হতে পারে- সেই পথে শেষ পর্যন্ত হাঁটলেন না মমতা। অভিষেক একাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে কাজ করবেন।
এর পাশাপাপাশি আরও তিনজনকে দলের সহসভাপতি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, যশোবন্ত সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য ও সুব্রত বক্সি।