দ.কোরিয়াকে হারিয়ে টিকে রইলো ঘানা

উত্তেজনা আর রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো ঘানা।
ম্যাচের সব রোমান্সের দেখা মেলে দ্বিতীয়ার্ধে। পিছিয়ে পড়া দক্ষিণ কোরিয়া তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে দ্বিতীয়ার্ধে ম্যাচটি জমিয়ে তুলে।
এর আগে প্রথমার্ধে কোরিয়ার জালে ২ গোল দেয় ঘানা। তখন মনে হয়েছিল ঘানা ম্যাচটি সহজেই নিজেদের করে নিতে যাচ্ছে।
সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামে এই দুই দল।
মোহাম্মদ সালিসু ও কুদুস মোহাম্মদের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ঘানা। বিরতি থেকে ফিরেই দুই গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। তবে শেষ পর্যন্ত কুদুস মোহাম্মদের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ঘানা।