দক্ষতা উন্নয়নের কাজ শিখে নিজের আত্মমর্যাদায় উন্নত শিখরে পোঁছাতে হবে-পুলিশ সুপার মারুফ হোসেন

দক্ষতা উন্নয়নের কাজ শিখে নিজের আত্মমর্যাদায় উন্নত শিখরে পোঁছাতে হবে-পুলিশ সুপার মারুফ হোসেন

সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন অনুষ্ঠানে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের উদ্দেশ্যে বরিশালের পুলিশ সুপার মারুফ হোসেন বলেন দক্ষতা উন্নয়নের কাজ শিখে নিজের আত্মমর্যাদায় উন্নত শিখরে পোঁছাতে হবে। 

 শনিবার ১৪ মে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট  কাউন্সিল (আরএমডিসি) উদ্যোগে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো মারুফ হোসেন সভাপতিত্ব করেন রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট  কাউন্সিল (আরএমডিসি) এর সভাপতি সৈয়দা তৌফিকা রফিক।

এ সময় পুলিশ সুপার আরও বলেন দক্ষতা উন্নয়নের কাজ শিখে নিজের আত্মমর্যাদায় উন্নত শিখরে পোঁছাতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার ও সাজ্জাদ পারভেজ ব্যবস্থাপক,সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষন পুনর্বাসন কেন্দ্র।

অনুষ্ঠান শেষে  মেয়েদের হাতের কাজের নকঁশী কাঁথা পরিদর্শন করেন এবং তাদের সুস্বাস্থ্যের জন্য চিকিৎসকদের দেখানোর আশ্বাস প্রদান করেন।