দাখিলের পরীক্ষা ২৭ ও ২৮ মে

দাখিলের পরীক্ষা ২৭ ও ২৮ মে

ঘূর্ণিঝড় মোখার কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল স্তরের স্থগিতকৃত পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা গত ১৪ ও ১৫ মে হওয়ার কথা ছিল।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন জানান, আগামী ২৭ মে ইংরেজি প্রথম পত্র ও ২৮ মে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা হবে।  

এছাড়া আগামী ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।