দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বরিশাল আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বুধবার

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বরিশাল আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বুধবার

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ।

তার ধারবাহিকতায় বরিশাল আ.লীগের বিক্ষোভ মিছিল ও সামাবেশ সকাল ১১টায়।

একইসঙ্গে বিএনপি ও তাদের সমমনাদের অপপ্রচারের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির উসকানির প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার বিকালে ঢাকায় কেন্দ্রীয়ভাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন চত্বরে সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত বিক্ষোভ মিছিল হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।এছাড়া আওয়ামী লীগের নির্দেশনায় আগামীকাল দলের সহযোগী সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করবে।

২০০৫ সালে এই সিরিজ বোমা হামলা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে আতঙ্ক তৈরি করেছিল। এরপর প্রায় দেড় যুগ হতে চললেও এবারই দিনটিতে বিক্ষোভ–সমাবেশ ঘোষণা করল আওয়ামী লীগ।