দেশে করোনায় আরও মৃত্যু ৩৯, শনাক্ত ২২১২

দেশে করোনায় আরও মৃত্যু ৩৯, শনাক্ত ২২১২


করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষায় এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ২১২ জনের শরীরে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনায় সংক্রমিত হয়ে দেশে এক দিনেই আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে, যা গত ৫৮ দিনের মধ্যে সর্বোচ্চ।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২৫৪ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন। এর মধ্যে ১ হাজার ৭৪৯ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।