দেশে তাবলিগের সব কার্যক্রম স্থগিত

দেশে তাবলিগের সব কার্যক্রম স্থগিত

মানিকগঞ্জ জেলার সিংগাইরে তাবলিগ জামাতের এক মুসল্লি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার ঘটনায় সংগঠনটি বাংলাদেশে তাদের দাওয়াতের সকল কাজ স্থগিত করেছে।

শনিবার (৪ এপ্রিল) রাতেই তাবলিগ জামাতের আলমী শুরার সর্বসম্মত এই নির্দেশনা দেশের সব মার্কাজকে পাঠানো হয়েছে।

বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের মেখল মাদরাসার শিক্ষক ও তাবলিগের চারিয়া মার্কাজের দায়ী মাওলানা জাকারিয়া নোমান। তাবলিগ জামাতের আলমী শুরার সদস্য মাওলানা রকিবুল ইসলামের বরাতে তিনি এ তথ্য জানান।