দ্বিতীয় দিনের মত ভাসানচর নৌপথে সিট্রাক

দ্বিতীয় দিনের মত ভাসানচর নৌপথে সিট্রাক

সিট্রাক এসটি খিজির পাঁচ ৩১ জন (২১ জন পুলিশ বাকিরা এনজিও ও স্বাস্থ্যকর্মী) যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল আটটা ২০ মিনিটে ভাসানচরের উদ্দেশ্যে বয়ারচর চেয়ারম্যানঘাট ছেড়ে গেছে।

সিট্রাকটি ভাসানচর পৌঁছার এক ঘণ্টা পর পুনরায় বয়ারচর চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে।

সিট্রাকটির চার্টারার ফাহিম উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।

গত শনিবার থেকে বয়ারচর চেয়ারম্যানঘাট থেকে ভাসানচর নৌপথে সিট্রাক সার্ভিস চালু হয়। সিট্রাকটি এ নৌপথে সপ্তাহে দুদিন (শনি ও মঙ্গলবার) চলবে।

সিট্রাকটির মাস্টার আমিনুল ইসলাম মঙ্গলবার দুপুর বারোটায় ভাসানচর থেকে দেশ রূপান্তরকে জানান, সিট্রাকটি সকাল সাড়ে এগারোটায় ভাসানচরে পৌঁছে। ভাসানচরে ঢোকার সময় সকল যাত্রীকে নাম রেজিস্ট্রেশন করে ঢুকতে হয় এবং ফেরার পথেও সবাইকে নাম রেজিস্ট্রেশন করাতে হয়।

প্রসঙ্গত চার ডিসেম্বর এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়।


ভোরের আলো/ভিঅ/১৫/১২/২০২০