নৌকার প্রার্থীর পক্ষে ২৬ মে মাঠে নামবে বরিশাল আ.লীগ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থীর পক্ষে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, ওই দিন বিকেল ৩টায় গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে বিশেষ বর্ধিত সভার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে।
রবিবার (২১ মে) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিতে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের বরিশাল সিটি নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিম সমন্বয়ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার দল। ২৫ মে প্রতীক বরাদ্দ হবে, ২৬ মে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারে নামব। কিছু অপপ্রচার থাকলেও সত্যিটা হলো- বরিশালে আমরা সবাই এক ও অভিন্ন এবং ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই।
গত রবিবার রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর তিন কর্মীর ওপর হামলার অভিযোগে বরিশাল নগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। এমন ঘটনা নির্বাচনে নির্বাচনে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে নাছিম বলেন, এটি নির্বাচনে কোনো প্রভাব পড়ছে না, কোনো সম্ভাবনাও নেই। একটা ঘটনা ঘটেছে, তার সত্যতা, বাস্তবতা এবং এর সঙ্গে আরও কি কি জড়িত আছে— সেসব বিষয় এখনো পরিষ্কার নয়, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এখানে আমাদের মধ্যে কোনো মতদ্বৈততা নেই, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বরিশালের নির্বাচন নিয়ে কিছু মানুষের চিন্তা থাকলেও এত দুশ্চিন্তা করার বিষয় নেই।
আবুল হাসানাত আব্দুল্লাহর পরিবার নির্বাচন নিয়ে তেমন কথা বলছেন না বা কার্যকলাপে নেই— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সমন্বয় করে কাজ করছি। সমন্বয়ক হিসেবে আমি কথা বলছি। আমরা এক ও অভিন্ন আছি। বরিশালে যারা রাজনৈতিক নেতৃত্ব দেয়, তারা সবাই এক ও অভিন্ন- এটি ছবির মতো পরিষ্কার, এটা সত্য। এটা হচ্ছে, ওটা হচ্ছে বললেই হবে না, তার পেছনে সত্যতা আছে কিনা, সেটিও আমাদের খুঁজে দেখতে হবে। সব নির্বাচনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে নেই, কোনো নির্বাচনকেই ছোট করে দেখি না। আমাদের প্রার্থীর পক্ষে ভোট চাইতে মানুষের দুয়ারে যাব।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সিটি নির্বাচনে দলের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) বিজয়ী করতে ২৬ মে (শুক্রবার) বিকেল ৩টায় এবং ১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত সভা হবে। এতে সভাপতিত্ব করবেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।
বর্ধিত সভায় বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) উপস্থিত থাকবেন। তবে ওই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য রাখার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। তবে বরিশাল সিটির বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান বাহাউদ্দিন নাছিম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মের (শুক্রবার) বিশেষ বর্ধিত সভায় উপস্থিত থাকবেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সকল সদস্য, মহানগরের অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা, জেলা আওয়ামী লীগের সকল সদস্য, জেলার অন্তর্গত সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা, জেলার অন্তর্গত সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা।
১ জুনের (বৃহস্পতিবার) বিশেষ বর্ধিত সভায় বরিশাল বিভাগের সকল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা, বরিশাল জেলা ছাড়া বিভাগের অন্তর্গত সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা, বরিশাল জেলা ছাড়া বিভাগের অন্তর্গত সকল জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়ররা।
বরিশাল সিটি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান ও গোলাম কবীর রাব্বানী চিনু।