পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ট্রের্নিং সেন্টার এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ মে ২০১৯ খ্রিস্টাব্দ তারিখ বুধবার সকাল সাড়ে টায় কৃষি অনুষদ সংলগ্ন কনফারেন্স রুমে রিসার্চ অ্যান্ড ট্রের্নিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে ওই সে মিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্যে দেন প্রফেসর ড. মাহবুব রব্বানী। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের রিসার্চ এর তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ বলেন, গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরো সমৃদ্ধ করতে হবে। নতুন নতুন উদ্ভাবনী ও গবেষণা দেশকে উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।