পটুয়াখালীতে জহির মেহেরুন নার্সিং কলেজে ILETS FULL কোর্স উদ্বোধন

পটুয়াখালীতে জহির মেহেরুন নার্সিং কলেজে ILETS FULL কোর্স উদ্বোধন

পটুয়াখালীতে জহির মেহেরুন নার্সিং কলেজে ILETS FULL কোর্স উদ্বোধন হয়।

শনিবার ২৫ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় DWF GROUPE INSITIUTE এর আয়োজনে  পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজে শিক্ষার্থীদের,  দক্ষতা বাড়ানোর জন্য ILETS FULL কোর্স  নার্সিং কলেজে চালু করা হয়েছে। ILETS  কোর্স উদ্বোধন অনুষ্ঠানে  ILETS ইন্সট্রাক্টর শমসের সর্দার শিক্ষার্থীদের  ঊহমষরংয উচ্চারণ, সহজভাবে বলার পদ্ধতি,  ও চর্চাকরার প্রক্রিয়া শিখিয়েছেন।

 এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন DWF GROUPE INSITIUTE  নির্বাহী পরিচালক মোঃ জহিরুল ইসলাম  তিনি শিক্ষার্থীদের বলেন, জীবন ও মান উন্নয়নে পড়াশুনার পাশাপাশি ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম। ভালোভাবে ইংরেজি শিখতে পারলে, ইংরেজিতে কথা বলতে পারলে, লক্ষ্যে পৌঁছানো সহজ। যে সুযোগটা আমরা তোমাদের করে দিতে পেরেছি। আশা করি তোমরা এই সুযোগের সঠিক ব্যবহার করবে। এ সময় আরো উপস্থিত থেকে জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা শিক্ষার্থীদের বলেন,   ILETS  কোর্সটি শিখে দেশে ও দেশের বাইরে ভালো সুযোগ রয়েছে। ছয় মাসের কোর্সে প্রতি সপ্তাহে তোমরা মনোযোগ সহকারে শিখবে ও চর্চা করবে। আমরা চাই তোমরা তোমাদের জীবনের সর্বোচ্চটা অর্জন করো।

ILETS  কোর্সের উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট (CPI) এর উপাদক্ষ্য পিযুষ কান্তি হরি , জহির মেহেরুন নার্সিং কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।