পটুয়াখালীতে বিএসসি ইন নার্সিংসহ ৩ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত,অনুপস্থিত-২৬০

পটুয়াখালীতে কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ অক্টোবর শুক্রবার বিকেলে পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা সম্পন্ন হয়। উক্ত তিনটি কোর্সের ভর্তি পরীক্ষায় ৯৫৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে। এর মধ্যে বিএসসি ইন নার্সিং কোর্সে ২৩৪ জন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সে ৭২১ জন। পরীক্ষায় কোন ধরনের অনিয়ম হয়নি বলে জানান পরীক্ষা কমিটির সদস্য সচিব নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালীর নার্সিং ইস্ট্রাক্টর ইনচার্জ মোসাঃ রওশন আরা। পরীক্ষা কমিটির অন্যান্যরা হলেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ফয়জুল বাশার, সদস্য পটুয়াখালী মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাঃ লোকমান হাকিম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফাতেমাতুজ জোহরা বৃষ্টি ও নার্সিং ইনস্ট্রাক্টর মোসাঃ খাদিজা বাসমিন। এছাড়া উপসচিব জাকিয়া পারভীন কেন্দ্র পরিদর্শন করেন
ম্যাজিস্ট্রেট হিসেবে পরিদর্শক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ইশরাত জাহান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদুজ্জামান। উক্ত সংখ্যক পরীক্ষার্থীদের মধ্যে বিএসসি ইন নার্সিং কোর্সে ২৬ জন এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সে ২৩৪ জন অনুপস্থিত ছিলেন বলে জানান নার্সিং ইনস্ট্রাক্টর মোসাঃ খাদিজা বাসমিন।