পদ্মা সেতুতে বসলো ২৬তম স্প্যান

পদ্মা সেতুতে বসলো ২৬তম স্প্যান

পদ্মা সেতুতে বসানো হলো ২৬তম স্প্যান। শরীয়রতপুরের জাজিরা প্রান্তে এ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো মূল সেতুর ৩৯০০ মিটার।
পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার (১০ মার্চ)  সকাল সোয়া ৯টার দিকে স্প্যানটি বসানো সম্পন্ন হয়েছে।

২৫তম স্প্যান বসানোর ১৮ দিনের মাথায় ২৬তম স্প্যানটি বসানো সম্ভব হলো। আর ১৫টি স্প্যান বসানো হলেই বাস্তবে রূপ নেবে পদ্মা সেতুর স্বপ্ন ।
 মঙ্গলবার (১০ মার্চ) সকালে ২৮ ও ২৯ নম্বর পিলারের ৫-ডি আইডি নম্বরের স্প্যানটি বসানো হয়।

এর আগে সোমবার (৯ মার্চ) সকালে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে নিয়ে রাখা হয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ডে আরও দু’টি স্প্যান এনে রাখা হয়েছে।  বর্তমানে ৩৯টি স্প্যান আছে প্রকল্প এলাকায়। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৪০টি পিলারের কাজ শেষ। বাকি দু’টি পিলারের কাজ চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রভাবে চীনা শ্রমিকদের একটি বড় অংশ অনুপস্থিত। যার প্রভাবে কাজের গতি স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। ২৬তম স্প্যানটি অল্প সময়ের মধ্যে বসানোর কথা থাকলেও এসবের কারণে বেশি সময় নিয়ে বসানো হলো।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।