পরীক্ষিত মাস্ক এনেছে গুটিপা

গুটিপা নানারকম ম্যাটেরিয়াল ও প্যাটার্নের ওপর পরীক্ষা নিরীক্ষা করে বেশ কিছু মাস্ক বাজারে এনেছে
দেশীয় প্রতিষ্ঠান গুটিপা জানাচ্ছে, তাদের তৈরি মাস্ক করোনা প্রতিরোধে নির্ভরযোগ্য। পরীক্ষায় এর প্রমাণ পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বখ্যাত পণ্য নিরীক্ষা ও সার্টিফিকেট প্রদানকারী সংস্থা এসজিএস গুটিপার সুতি ইজি মাস্ক পরীক্ষা করে তাতে ৯২ শতাংশ ফিলট্রেশান দক্ষতার প্রমাণ পেয়েছে।
আরও বলা হচ্ছে, কভিড-১৯ মহামারিতে সামাজিক মেলামেশায় করোনাভাইরাস সংক্রমণ কমাতে বিশ্বব্যাপী মাস্ক পরার ওপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। গুটিপার ডিজাইন টিম শুরু থেকেই নানারকম ম্যাটেরিয়াল ও প্যাটার্নের ওপর পরীক্ষা নিরীক্ষা করে বেশ কিছু মাস্ক বাজারে এনেছে।
আমাদের সর্বশেষ ডিজাইন করা এই মাস্কটি এখন বাজারে বিক্রি হওয়া সুতী মাস্কগুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত— বলছে গুটিপা।
নিজেদের পণ্যের মান সম্পর্কে ধারণা দিচ্ছে এভাবে, গুটিপা একটি বাংলাদেশি ফেয়ার ট্রেড ব্র্যান্ড যা ক্রেতাকে সব সময় নির্ভরযোগ্য পণ্য তৈরি ও সরবরাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আসুন সুতী মাস্ক পরি এবং পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করি।
গুটিপা ও পণ্য সম্পর্কে জানা যাবে প্রতিষ্ঠানটির ফেইসবুক পেজে।