পাবনায় বই বিতরণে শেখ হাসিনার ছবি ব্যবহারের অভিযোগে শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ

পাবনায় বই বিতরণে শেখ হাসিনার ছবি ব্যবহারের অভিযোগে শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ

পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের ১১১নং নওয়াগ্রাম এজে হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করার অভিযোগে প্রধান শিক্ষকসহ চার শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে উপজেলা শিক্ষা অফিস।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আবুল কালাম আজাদ ৬ জানুয়ারি স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করেন, গত ১ জানুয়ারি বই বিতরণ উৎসবের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার ও তার সহকারী তিন শিক্ষক কেন এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা ৭ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার জানান, তিনি বই বিতরণের দিন সকালে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন, তবে বই বিতরণের সময় জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে যান।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত শিক্ষকদের জবাবের ভিত্তিতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।