পিরোজপুরের দুই ইউপিতে জয়ী স্বতন্ত্র প্রার্থী

নবম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দুই টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে দুটিতে হেরেছে আওয়ামী লীগের প্রার্থী।
নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কবির হোসেনকে পরাজিত করে চেয়ারম্যান হয়েছেন বিএনপির নেতা আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হাসানাত ডালিম।
অপরদিকে, দেউলবাড়ি দোবরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাস্টার মো. ওয়ালিউল্লাহ কে হারিয়ে চশমা প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এফ এম রফিকুল ইসলাম বাবুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুরের উপ-নির্বাচনে ৮নং ওর্য়াডে আপেল প্রতীকের আব্দুর রহমান হাওলাদার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।