বঙ্গবন্ধুর সমাধির আদলে স্থাপনা বরিশালে

বরিশালে শোকাবহ আগস্ট উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির আদলে স্থাপনা করা হয়েছে।
বরিশাল নগরীর নাজিরপুল সংলগ্ন এলাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়ি ও সমাধির আদলে তৈরি করা হয়েছে এমন স্থাপনা। এতে অত্র এলাকায় শোকাবহ সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি আবহই এ স্থাপনায় ফুটিয়ে তোলা হয়েছে। সাথে সাথে ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা নিহত হয়েছে তাদের স্মরণে নানা স্মৃতি ফলক করা হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল নিহত সদস্যদের স্মরণ করা হয়েছে।
স্মৃতি সম্বলিত এমন সমাধি স্থাপনা বরিশালে শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষের দৃষ্টি আকর্ষন করেছে। নানা বয়সী মানুষ কৌতুহল হয়ে দেখছেন ওস্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন।
প্রায় দুই সপ্তাহে কাঠ,কাপড়,পিভিসি দিয়ে এমন স্থাপনা করেছেন বরিশাল নগরীর নাগরিক দের দৃষ্টি আকর্ষন করেছেন বরিশাল সিটি করপোরেশনের বর্তমান প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন।
বিসিসি প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ভোরের আলোকে বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজধানী ঢাকায় ধানমন্ডি ৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে যে হত্যাকান্ড হয়েছে এরপর তাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাকে সমাধিস্থ করাহয় আমাদের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ সমাধি স্থান স্মরনের ও স্মৃতিসম্বলিত। ১৫ আগষ্টের হত্যাকান্ড সংঘটিত ঘটনা নিয়ে বর্তমান প্রজন্মেরর মাঝে এটা জানার আগ্রহ তৈরি করতে ও জানাতে এমন আয়োজন।
গুড়ি গুড়ি বৃস্টিতে ছাতা মাথায় নিয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া রেদোয়ান তার সহপাঠীদের সাথে দাঁড়িয়ে দেখছেন আর বলছেন এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি।তাকে আগস্ট মাসে হত্যা করা হয়েছে।
প্রবীন নাগরিক আবদুস সালাম বলেন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছি একদম সমাধি আদলেই করা হয়েছে এ স্থাপনা এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড ঘটনা নতুন প্রজন্মসহ সকলের জানার আগ্রহ তৈরি হবে সেই সাথে বরিশালবাসী ১৫ আগস্ট রব সেরনিয়াবাতসহ সকল শহীদের শ্রদ্ধায় স্মরণ করতে পারলো।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি তৈরিসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ সকল নিহত সদস্যদের স্মরণ করা হয়েছে।