ববিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বহিষ্কার ১

ববিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বহিষ্কার ১
বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে মারধরের ঘটনায় জড়িত অপর এক শিক্ষার্থী প্রাঞ্জল রায় প্রান্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় জড়িত শিক্ষার্থী প্রান্ত বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র। গত মঙ্গলবার (২১ মে) এ ঘটনাটি ঘটে। বিষয়টি জানিয়ে প্রাঞ্জল রায় প্রান্তকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর ড. সুব্রত কুমার দাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘটিত ঘটনা প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিবৃন্দ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী আপনি ফিন্যান্স ও ব্যাকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনেকে সরাসরি আঘাত করে মারাত্মকভাবে আহত করেছেন বলে প্রতীয়মান হওয়ায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনাকে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হল।’ উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ব্যাচের ফিন্যান্স ও ব্যাকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ডালিমকে মারধর করা হয়।