বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেয়ার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয়সহ সকল উপনির্বাচনের অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেয়ার। শুধুমাত্র কোভিড-১৯ এর কারণে গত দু’টি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীকালে প্রচারণায় যাইনি, আমরা সরে দাঁড়িয়েছি। উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করবো সেই সিদ্ধান্তই আছে।
তিনি বলেন, সে অনুযায়ী আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেবো। আগামী ১০ তারিখে নমিনেশন ফরম বিক্রি করা হবে। ১২ তারিখে পার্লামেন্টারি বোর্ড সাক্ষাতকারে বসবে প্রার্থী চূড়ান্ত করার জন্য।
ভোরের আলো /টি /০৭/২০২০