বরিশাল নগরীর আড়াই কিলোমিটার মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল নগরীর অভ্যন্তরের সাগরদী থেকে দপদপিয়া সেতু পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
জেলা প্রশাসনের সহায়তায় সড়ক ও জনপথ বিভাগ আজ সোমবার ১২ সেপ্টেম্বর সকাল থেকে এই উচ্ছেদ অভিযান চালায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস এবং আনসারের একটি যৌথ দল এই উচ্ছেদ অভিযানে অংশ নেয়।
সংশ্লিস্টরা জানান, পদ্মা সেতু এবং সব শেষ বেকুটিয়া নদীর উপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম চীন মৈত্রী সেতু উদ্বোধনের পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল অনেক বেড়েছে। কিন্তু নগরীর সাগরদী থেকে দপদপিয়া পর্যন্ত মহাসড়কের দুই পাশে শত শত অবৈধ স্থাপনা নির্মান করায় গুরুত্বপূর্ন এই মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃস্টি হয়। এ কারনে মহাসড়কের সাগরদী থেকে দপদপিয়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার অংশে যানজট লেগেই থাকে।
এ অবস্থায় সড়ক ও জনপথ বিভাগ তাদের মহাসড়কের দুই পাশে অধিগ্রহকৃত জমি অবৈধ দখলমুক্ত করতে আজ উচ্ছেদ অভিযান শুরু করে। প্রথম দিন আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মহাসড়কের দুই পাশ অবৈধ দখলমুক্ত করতে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।