বরিশাল পাউবো ‘মুজিব বর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের’ ফাইনাল

বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ‘মুজিব বর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের’ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে বরিশাল পাউবোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে সৈকত-পাভেল জুটিকে হারিয়ে দীপক-ফরিদ জুটি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ জুটিকে ক্রেস্টসহ অংশগ্রহণকারী সকলকে মেডেল উপহার দেয়া হয়।
মুজিব বর্ষ উপলক্ষ্যে গত ৩০ ডিসেম্বর বরিশাল পাউবোর ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়। গ্রুপ পর্যায়ে ১৬টি দ্বৈত দল অংশগ্রহণ করে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল মোকাবেলা করে সৈকত-পাভেল জুটিকে এবং দীপক-ফরিদ জুটি ফাইনালে উন্নীত হয়। রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে সৈকত-পাভেল জুটিকে ০-২ সেটে হারিয়ে দীপক-ফরিদ জুটি চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে রাতে নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাসের নেতৃত্বে পুরস্কার বিতরণ করা হয়।