বরিশাল প্রেসক্লাব থেকে স্বপন খন্দকারকে বহিস্কারের সিদ্ধান্ত

সংগঠন বিরোধী কার্যকলাপ করায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সদস্য মনিরুল আলম স্বপন খন্দকারকে আজীবনের জন্য বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ সিধান্ত নেয়া হয়।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এসমাইল হোসেন নেগাবানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় সিনিয়র সদস্য মানবেন্দ্র বটব্যাল এর দেয়া লিখিত অভিযোগ যাচাই বাছাই করে সভায় উপস্থিত সদস্যদের মতামত নিয়ে এ সিদ্ধান্ত নেয় কার্যকরী কমিটি।
সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। সাধারন সভায় বার্ষিক আয় ব্যায় সহ নানা দিক তুলে ধরেন তিনি।