বরিশাল বিভাগে ৪৮৯০ করোনা শনাক্ত, মৃত্যু ৯৭

বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৮৯০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৯৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেলো ২৪ ঘন্টায় বরগুনা ব্যতিত বিভাগের ৫ জেলায় ১২৮ জন রোগী সুস্থ হয়েছেন। পাশাপাশি সর্বোশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যু বরণ করা বরিশাল নগরের মো. মঞ্জুরুল আলম (৬২) ও বরগুনা জেলার আমতলী উপজেলার গোটাখালি এলাকার আ. মান্নান (৬৭) এর রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলে এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে ৯৭ জনে দাঁড়িয়েছে।
এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২৬ হাজার ২০০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২১ হাজার ৭৩৬ জনকে। কোয়ারিন্টনে থাকা ১৮ হাজার ৫৬৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৪ হাজার ৪৬৪ জন রয়েছেন। পর্যন্ত ২ হাজার ৭২৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর বাইরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৮০ জন। যার মধ্যে ১ হাজার ৩২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
কেবল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১৪৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫৫ জন করোনা পজেটিভ রোগী ও বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ২ হাজার ১২৪ জন, পটুয়াখালীতে ৮৬৯, ভোলায় ৪৫৬, পিরোজপুরে ৫২৭, বরগুনায় ৫১১ ও ঝালকাঠিতে ৪০৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে গোটা বিভাগে ২ হাজার ৫০৯ জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। যাদের ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ৯৭ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩৭ জন, পটুয়াখালীতে ২৫ জন, ঝালকাঠিতে ১২ জন, বরগুনায় ১০, পিরোজপুরে ৮ জন ও ভোলায় ৫ জন রয়েছেন।