বরিশাল বিভাগে ৩ মাসে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭৭ জন

বরিশাল বিভাগে ৩ মাসে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭৭ জন


বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৮ জনসহ এ পর্যন্ত ১ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৭ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের।  রোববার পর্যন্ত বরিশাল বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৩জন। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে সর্বাধিক ৮৭২ জন করোনায় আক্রান্ত বরিশাল জেলায়। এছাড়া পটুয়াখালীতে ১৬৫ জন, ভোলায় ১১৬ জন, পিরোজপুরে ১০২ জন, বরগুনায় ১১৬ জন এবং ঝালকাঠিতে ৮১ জনের করোনা পজেটিভ হয়েছে। বরিশাল বিভাগে আক্রান্তদের মধ্যে ৩৭৭ জনের করোনা নেগেটিভ হয়েছে। 

এ পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ৩২ জনের মধ্যে বরিশাল নগরীসহ জেলায় ১২ জন, পটুয়াখালী জেলায় ১০ জন, পিরোজপুরে ৩ জন, ঝালকাঠিতে ৩ জন, ভোলায় ২ জন এবং বরগুনায় ২ জন। 

গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল নগরীসহ বিভাগের ৬ জেলায় মোট ১৭ হাজার ৩৬৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে। 

বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বরিশাল বিভাগে দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মাস্ক ব্যবহার, বারবার হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।