বরিশাল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় আহত ৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় আহত ৬ হয়েছেন।
শনিবার ৫ আগস্ট রাত ১১ টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর শেরে বাংলা এবং বঙ্গবন্ধু হলে দুর্বৃত্ত হামলার শিকার হন ছাত্রলীগের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
প্রাথমিক তথ্যমতে জানা গেছে, শনিবার রাত ১১ টার সময় একযোগে দুই হলে ঢুকে ক্যাম্পাস ছাত্রলীগের রক্তিম - বাকি গ্রুপের ওপর হেলমেট ও মুখোশ পরিধান করে লাঠি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে আতর্কিত হামলা চালায় ছাত্রলীগের অন্য পক্ষ শান্ত- নাবিদ - শরীফ গ্রুপের সদস্যরা।
সর্বশেষ তথ্যমতে হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হাতে ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে।
আহতরা হলেন রক্তিম-বাকি গ্রুপের সমাজবিজ্ঞান বিভগের ২০১৪-১৫ সেশনের মাইদুর রহমান বাকি, রসায়ন বিভাগের ২০১৫-১৬ সেশনের সাইমুন ইসলাম, মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের আয়াতউল্লাহ। এবং ইরফান হোসেন রাজ, ইবনে গালিব, রাকিবুল হোসেন রনি ও সোহেল রানা।
রাফি-শরীফ গ্রুপে আহতরা হল-
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাত্তাউর রাফি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের হাসিবুল হাসান শান্ত, আল সামাদ শান্ত, মো. মঞ্জু ও শরীফুল ইসলাম।
বর্তমানে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
হামলার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করেন প্রক্টর ড. খোরশেদ আলম। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, তারা ঘটনাটি গভীর ভাবে পর্যবেক্ষণ করছেন। এরই মধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা, পাশাপাশি তারা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করে।