বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় তৃতীয় দিনে ১৭১ শিক্ষার্থী বাড়ি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় তৃতীয় দিনে ১৭১ শিক্ষার্থী বাড়ি

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় তৃতীয় ও শেষ দিনে লকডাউনে আটকে পড়া ১৭১জন শিক্ষার্থীকে বরিশাল থেকে তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ৪টি বাসে বাড়ি ফিরেছে ওই ১৭১ শিক্ষার্থী। এর আগে প্রথম দিন ৬টি বাসে ২৪৩ জন এবং দ্বিতীয় দিন ১২টি বাসে ৫৪৩জন শিক্ষার্থীকে বাড়িতে পৌছে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার তৃতীয় ও শেষ দিন সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৭১ জন শিক্ষার্থী নিয়ে গন্তব্যে উদ্দেশ্যের ছেড়ে যায় ৪টি বাস। এর মধ্যে ১টি বাস সরাসরি ময়মনসিংহ, ২টি বাস ঢাকার গুলিস্তান এবং ১টি বাস ছেড়ে যায় মাওয়ার (কাঠালতলী) উদ্দেশ্যে।

বাসের ওঠার আগে প্রত্যেক শিক্ষার্থীর শরীরের তাপমাত্র পরিমাপ করা হয়। বাসে ভ্রমণকালীন সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার প্রথম দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পটুয়াখালী হয়ে বরগুনার আমতলী পর্যন্ত ২টি বাস, বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-বাগেরহাট পর্যন্ত ১টি, বরিশাল থেকে যশোর পর্যন্ত ২টি এবং ১টি বাস বরিশাল থেকে নাটোর-বগুড়া-রংপুরের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়। ওইদিন ৬টি বাসে মোট ২৪৩ জন শিক্ষার্থীকে বাড়ি পৌঁছে দেয়া হয়। 

দ্বিতীয় দিন শুক্রবার ক্যাম্পাস থেকে সরাসরি খুলনার উদ্দেশ্যে ৩টি, সাতক্ষীরার উদ্দেশ্যে ৩টি, মাগুরা-ঝিনাইদহের উদ্দেশ্যে ২টি, কুষ্টিয়ার উদ্দেশ্যে ১টি, ফরিদপুর-রাজবাড়ির উদ্দেশ্যে ২টি এবং ১টি বাসে গোপালগঞ্জ পৌঁছে দেয়া হয় শিক্ষার্থীদের। 
বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৭টি বাস এবং বিআরটিসি’র ভাড়া করা ২টি ডাবল ডেকারসহ ৫টি বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়া হয়। 

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সশরীরে অংশ নিতে এসে কঠোর লকডাউনে আটকা পড়েন এই শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাড়ি ফেরার দাবি জানায়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ফেসবুক পেজের মাধ্যমে কর্তৃপক্ষের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাড়ি ফিরতে আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। সেখানে মোট ১ হাজার ৪৬৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। কিন্তু টানা ৩দিনে ২২ ট্রিপ বাসে বাড়ি ফেরেন মোট ৯৫৭ জন শিক্ষার্থী।