বরিশাল মাতবে ‘দোল উৎসবে’

মঙ্গলবার ১০মার্চ বরিশালের শীতলাখোলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ দোল উৎসব ২০২০’।
সকাল থেকে শিশু, তরুণ থেকে বয়স্করা মেতে উঠবে রঙয়ের খেলায়। পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্রতি বছরের মতো এ বছরও ধর্ম-বর্ণনির্বিশেষ সবাই অংশ নেবে উৎসবে।
দোল উৎসবের উদ্বোধন করবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
আয়োজকরা জানান, দোলযাত্রা একটি ধর্মনিরপেক্ষ উৎসব। এদিন সকাল থেকেই নারী-পুরুষনির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন ধরনের রঙ নিয়ে খেলায় মত্ত হয়। বরিশাল নগরীর শীতলাখোলায় আমরা এই তৃতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছি। নগরীর সকল মানুষদের আমন্ত্রণ রইল এই উৎসবে।