বরিশাল মেডিকেল করোনা ওয়ার্ডে ৩২৩ জন চিকিৎসাধীন, ১২ জনের মৃত্যু

বরিশাল মেডিকেল করোনা ওয়ার্ডে ৩২৩ জন চিকিৎসাধীন, ১২ জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩২৩জন রোগী চিকিৎসাধীন আছে। 

শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে মেডিকেল 
কলেজের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবারও কিছুটা কমে ৪২ দশমিক ৭০ ভাগে নেমেছে। 

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত ছিলেন। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৯ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৪ জন করোনায় আক্রান্ত। গতকাল সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩২৩ জন রোগী। এর মধ্যে ১৪৩ জন করোনা আক্রান্ত। অন্যদের করোনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বিগত ২৪ ঘন্টায় ১২ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৬৭ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৯৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। 

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার একদিনে প্রায় ১০ ভাগ কমেছে। গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৯২ জনের নমূনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৭০ ভাগ। এর আগে বুধবারের রিপোর্টে ১৮৮ জনের নমূনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৫২ দশমিক ৬৫ ভাগ। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩ দশমিক ৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।