বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ শ্লোগান নিয়ে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দাস এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা বক্তৃতা রাখেন। অনুষ্ঠানের শেষভাগে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন অতিথিরা।
পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।