বরিশাল সিটি নির্বাচনে আ.লীগের কেন্দ্রীয় টিমের লিডার আবুল হাসনাত

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৭ মে) দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন স্বাক্ষরিত ওই তালিকায় টিম লিডার করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহকে।
সমন্বয়ক করা হয়েছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিমকে। যুগ্ম সমন্বয়ক করা হয়েছে সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনকে।
এছাড়া সদস্য হয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান ও গোলাম কবীর রাব্বানী চিনু।
বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত তার নির্বাচনী উপদেষ্টা কমিটি গঠন করেছিলেন। ওই কমিটিতে আবুল হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এডভোকেট তালুকদার মো. ইউনুস, মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমপি এডভোকেট শেখ টিপু সুলতান সহ বরিশালের প্রবীণ আওয়ামী লীগের নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষাবীদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সদস্য করা হয়।