বরিশালে আন্তর্জাতিক নারী দিবসে লেডি বাইকার গ্রুপের র্যালি

‘নয় অসম প্রতিযোগিতা, চাই নারীর প্রকৃত স্বাধীনতা’ স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে র্যালি করেছে ফ্রিডম লেডি স্কুটি এন্ড বাইক ট্রেনিং সেন্টার।
রোববার বিকালে বরিশাল মহিলা ক্লাব এলাকায় এই কর্মসূচি পালন করে।
ফ্রিডম লেডি স্কুটি এন্ড বাইক ট্রেনিং সেন্টার এর প্রতিষ্ঠাতা নাজমা রহমানসহ পতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালিতে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।
নাজমা রহমান বলেন, আমাদের মেয়েদের ইচ্ছে আছে। ওদের সুযোগটি দিতে হবে। অভিভাবকদের একটু ভয়পেতেই পারে তাই বলে মেয়েদের ঘরে বসে থাকা উচিৎ নয়। বাসে কিংবা গণপরিবহনে যৌন হয়রানি হওয়ার চেয়ে বাইকের স্টিয়ারিং ধরা অনেকাংশে ভালো বলে মনে করি। মেয়েদের শুধু মেয়ে নয়, সন্তান হিসেবে দেখতে হবে, মানুষ হিসেবে দেখতে হবে।