বরিশালে কবি সুফিয়া কামালের ২২ তম মৃত্যু বার্ষিকী পালন

বরিশালে কবি সুফিয়া কামালের ২২ তম মৃত্যু বার্ষিকী পালন

বরিশালে মাতৃরূপী কবি নারী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বেগম সুফিয়া কামালের ২২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে আলোচনার মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

গতকাল শনিবার বিকেল ৪টায় নগরের শ্রীনাথ চ্যাটার্জীলেনে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার নিজস্ব কার্যালয়ে কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারীমুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, গণতান্ত্রিক ও সমাজ প্রগতির আন্দোলনের অনন্য নারী নেত্রী কবি সুফিয়া কামালের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা।

বাংলাদেশ মহিলা পরিষদ এর প্রতিষ্ঠাতা আজীবন সভাপতি জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি নুরজাহান বেগম। 

আলোচনা সভার শুরুতে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী। মহিলা পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহান আরা বেগম, অর্থ সম্পাদক সেলিনা ইয়াসমিন, কার্যকরী কমিটির সদস্য মরিয়ম বেগম রীনা, খাদিজা বেগমসহ অন্যান্য। আলোচনা শেষে আন্দোলন সম্পাদক সুরুচি কর্মকার তাঁহারেই মনে করেন কবিতা আবৃতি করেন। অনুষ্ঠানে বিভিন্ন পাড়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।