বরিশালে করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু

বরিশালে করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় ৬৩ বছরের একজন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় ৮০ বছর বয়সের একজন এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় অন্যজন মারা যান।

মারা যাওয়া বরিশাল মহানগেরর ৭ নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকার শাহানেওয়াজ (৬৩)  শুক্রবার দুপুর একটায় উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যান। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

একই দিন বরগুনা জেলার আাবদুর রশীদ (৮০) গত ২৩ জুন দুপুর ২টা ১০ মিনিটের সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। গতকাল শুক্রবার সন্ধ্য ৬টা ১০ মিনিটের সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

অন্যদিকে বরিশাল সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের খাইরুল বাসার (৪৫) শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসধীন অবস্থায় মারা যান। গত ২৩ জুন বিকেল ৫টা ৩৫ মিনিটে করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার নমুনাও সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন,  শুক্রবার দুপুরে এবং সন্ধ্যায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩ রোগী মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এই নিয়ে হাসপাতলে চিকিৎসাধীন ৮৪ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়েছে ৩১জন।