বরিশালে করোনা ওয়ার্ডে ৫ ঘন্টায় ৩ রোগীর মৃত্যু

বরিশালে করোনা ওয়ার্ডে ৫ ঘন্টায় ৩ রোগীর মৃত্যু


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ৫ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২জন করোনা পজেটিভ একজনের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই তথ্য জানিয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ওই ৩ রোগী করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপতাল কর্তৃপক্ষ জানায়, বৃহষ্পতিবার সাকাল ১০টা ৩৫ মিনিটের সময় আলতাফ (৪৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১৪ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা নেগেটিভ ছিলেন।

এদিকে বৃহষ্পতিবার বিকেল পৌনে পাঁচটায় বরিশাল জেলার মুলাদী উপজেলার হোসেন আলী (৭০) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। গত ১৪ জুলাই তাকে হাসপাতলের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

এছাড়া বিকেল পাঁচটায় বরিশাল সিটি করপোরেশনের বাসিন্দা রণপ্রিয় দাস (৬৫) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা পজেটিভ ছিলেন। গত ১৩ জুলাই করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটার মধ্যে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৩ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা পজেটিভ ছিলেন। অন্যজনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এই নিয়ে হাসপাতলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৩৯ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়েছে ৫৩জন। করোনা নেগেঠিল ছিলেন ৮২জন এবং রিপোর্টের আপেক্ষায় আছেন ৪জন।