বরিশালে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে বরিশালে গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দেশের সকল নাগরিকের জন্য জীবিকা, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতের লক্ষে সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।
বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদার সভাপতিত্বে গণজমায়েত ও মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যাপ’র নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী, সমাজকর্মী অধ্যাপকা শিবানী চৌধুরী ও ক্যাব’র সমন্বয়কারী রনজিত দত্তসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং খাদ্য নিরাপত্তা আইন অবিলম্বে প্রণয়নের দাবি জানান।