বরিশালে খাল পুনরুদ্ধার ও সংস্কারের দাবিতে পদযাত্রা

বরিশালে খাল পুনরুদ্ধার ও সংস্কারের দাবিতে পদযাত্রা


বরিশাল নগরীর খালসমূহ পুনরুদ্ধার ও সংস্কারের দাবিতে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

 রোববার সকাল ১০টায় নদী, খাল ও পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা সম্মিলিত পর্যদ বরিশাল নগরীর নাজিরের পুল এলাকায় এই অবস্থান কর্মসূচি পালন করে। 


কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সমন্বয়কারী রফিকুল আলম, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সমন্বয়কারী লিংকন বায়েন, উন্নয়ন সংগঠক রনজিত দত্ত, সাংস্কৃতিক সংগঠক শুভংকর চক্রবর্তী, সবুজ আন্দোলনের কাজী মিজানুর রহমান ফিরোজ প্রমুখ। 


বক্তারা বলেন, নগরীর খালসমূহের সি.এস ম্যাপ ধরে সীমানা নির্ধারনসমূহ স্থায়ী পিলার স্থাপন করতে হবে। খালের সীমানায় অবৈধ দখলকারীদের তালিকা প্রকাশ করে অবৈধ স্থাপনাগুলো অবিলম্বে উচ্ছেদ করতে হবে। নদীর মোহনার সঙ্গে খালসমূহের উৎসমুখ ও পতনমুখের পলি অপসারণ করে খালের পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। খালসমূহের উপর সকল ধরণের লো-কাস্ট অবকাঠামো অপসারণ করে নতুন পরিকল্পনার আওতায় আনতে হবে। অবস্থান কর্মসূচিতে সহযোগিতায় ছিলেন এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও রীচ টু আনরীচড (রান)।