বরিশালে খুন ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের রাজপথ অবরোধ

দেশে খুন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ এবং বন্ধ পাটকল চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং রাজপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।
সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে সমাবেশের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা ইউনাইটেডট কমিউনিস্ট লীগের আহ্বায়ক নিপেন্দ্র নাথ বাড়ৈ, গণসংহতি আন্দোলনের সংগঠক দেওয়ান আব্দুর রশিদ নিলু প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় দিন দিন এই ধরণের অপরাধ বেড়ে চলছে। দেশে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নেই। এ কারণে জনগণ আইনের সুফল পাচ্ছেন না। এ অবস্থায় অবিলম্বে খুন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে যথাযথ ব্যসস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি এক পর্যায়ে ফের সদর রোড অতিক্রমকালে অংশগ্রহণকারীরা রাস্তায় বসে পড়ে কিছু সময়ের জন্য রাজপথ অবরোধ কর্মসূচি পালন করেন।