বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল, দুর্নীতি লুটপাট ও অনিয়মকারীদের শাস্তি নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি সহ দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও জনভোগান্তির প্রতিবাদে বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ আগষ্ট) বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামানে এ কর্মসূচি পালিত হয়।

বরিশাল জেলা কমিটির সংগ্রামী আহ্বায়ক জননেতা দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য নজরুল ইসলাম খান, ইয়াসমিন সুলতানা, হাছিব আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি জাবের মোহাম্মদ, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘দেশ আজ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে। দেশে যে বিদ্যুৎ সংকট চলছে তাতে ইতোমধ্যে জনমনে নাভিশ্বাস উঠেছে। ধারনা করা হচ্ছে এ সংকট আরো গভীর হবে। চলমান বিদ্যুৎ সংকটের ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার সংবাদ আসছে বিভিন্ন গণমাধ্যমে। এর মধ্যে সার উৎপাদন কমানো হয়েছে। যার ফলে অচিরেই দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। সরকারের বিভিন্ন মহল উদ্ভূত পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজার দামের  উর্দ্ধমূখীতাকে দায়ি করছে। আসলে এ পরিস্থিতির জন্য তাদের দূর্নীতি ভুল নীতি ও অব্যাবস্থাপনা দায়ি।’

বক্তারা দাবি করেন, বিদ্যুৎ খাত সহ দেশের সর্ব ক্ষেত্রে শতভাগ জবাবদিহিতা। দেশে প্রত্যক নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তর করতে হবে। এ জন্য দেশের সকলের প্রতি আহ্বান জানান তারা।