বরিশালে চালককে অচেতন করে হাত-পা বেঁধে অটোরিক্সা ছিনতাই

বরিশালে চালককে অচেতন করে হাত-পা বেঁধে অটোরিক্সা ছিনতাই

 


বরিশালের চাঁদপাশা ইউনিয়নের মোহনগঞ্জ এলাকা থেকে যাত্রীবেশে অটোরিক্সায় উঠে চালককে অচেতন করে গৌরনদী উপজেলার হরিসেনা এলাকায় ওই অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা অটোরিক্সা চালক বেল্লাল মোল্লার (২৫) হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

গত মঙ্গলবার রাতে গৌরনদী থানা পুলিশ আহতাবস্থায় বেল্লালকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
বেল্লাল বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার বকশিরচর এলাকার আক্কেল মোল্লার ছেলে। 

ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রীবেশে ৩জন দুর্বৃত্ত মোহনগঞ্জ এলাকা থেকে বেল্লালের অটোরিক্সায় ওঠে। পরে তারা সুযোগ বুঝে বেল্লালকে অচেতন করে তার হাত, পা ও মুখ বেঁধে গৌরনদী উপজেলার হরিসেনা এলাকায় মহাসড়কের পাশে তাকে ফেলে রেখে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশ মহাসড়কের পাশে হরিসেনা এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে এসআই শরিফুল ইসলাম।