বরিশালে চেয়ারম্যান ঘোষণার অপেক্ষায় আওয়ামী লীগ প্রার্থী একেএম জাহাঙ্গীর

বরিশালে চেয়ারম্যান ঘোষণার অপেক্ষায় আওয়ামী লীগ প্রার্থী একেএম জাহাঙ্গীর

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া ৩ জন সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রবিবার বরিশাল সার্কিট হাউজে মনোনয়নপত্র বাছাইকালে ৩ জন সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এদিকে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান নামে একজন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। সে হিসেবে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর একক প্রার্থী হিসেবে নির্বাচিত ঘোষণার অপেক্ষায় রয়েছেন। 

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম জানান, গত ১৫ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষ দিন পর্যন্ত বরিশাল জেলায় চেয়ারম্যান পদে ২টি এবং ১০ উপজেলায় ১০টি সাধারন সদস্য পদে ৪৪ জন এবং ৪টি সংরক্ষিত সদস্য পদে ১৩ জন মনোনয়ন জমা দিয়েছেন। বাছাইকালে বাকেরগঞ্জ উপজেলার মো. মনিরুজ্জামান খান, বরিশাল সদরের মো. হাসান খান ও মেহেন্দিগঞ্জ উপজেলার রাকিব মাহমুদ নামে ৩ জন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। সে হিসেবে সাধারণ সদস্য পদে ৪১ জন এবং সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ১৩ জন। 

এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বির মধ্যে মো. আসাদুজ্জামান নামে এক স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। সে হিসেবে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী একেএম জাহাঙ্গীর নির্বাচিত ঘোষণার অপেক্ষায় রয়েছেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম জানান, চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। মাঠে রয়েছেন আওয়ামী লীগের একক প্রার্থী একেএম জাহাঙ্গীর। আগামী ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২৬ সেপ্টেম্বর একক প্রার্থী হিসেবে একেএম জাহাঙ্গীরকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হবে। 

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে বরিশাল জেলায় মোট ভোটার ১ হাজার ২শ’ ৯১ জন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।