বরিশালে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

বরিশালে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

বরিশালে দরিদ্র মেধাবী ১৩জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার ২৭ জুলাই পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অর্থায়নে এবং সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)'র বাস্তবায়নে সার্কিট হাউজ মিলনায়তনে  এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আইসিডিএ’র নির্বাহী পরিচালক সালমা খান’র সভাপতিত্বে  বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।আরও উপস্থিত ছিলেন আইসিডিএ'র প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ, আইসিডিএর কার্যকরী পরিষদ'র সহ সভাপতি মরিয়ম বেগম রিনা, আইসিডিএর কার্যকরী পরিষদ'র সদস্য  শুভংকর চক্রবর্তী, আইসিডিএ'র উপ-নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, শিক্ষা বিস্তারে পিকেএসএফ ও আইসিডিএ’র উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের পিছিয়ে পড়া/দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহাযার্থে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

সেই সাথে এই উদ্যোগ থেকে সকলের শিক্ষা গ্রহণ করা উচিত।অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ ১৩ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৬ হাজার টাকা অনুদানের চেক  হস্তান্তর করেন।