বরিশালে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন

বরিশালে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন

 

সচেতন নাগকির কমিটি (সনাক) বরিশালের আয়োজনে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন এবং অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সনাক বরিশালের ৮টি অ্যাকটিভ সিটিজেন্স্ গ্রুপ (এসিজি)’র ৮৬জন সদস্যে,  সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) সদস্যদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল সাড়ে ৯টায় নগরের বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন এবং অভিজ্ঞতা বিনিময় সভার উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন।

টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো: ফিরোজ উদ্দীনের পরিচালনায় দিনব্যাপী আয়োজনের প্রথম ভাগে এসিজি সদস্যদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে এসিজি সদস্যবৃন্দ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন; টিআইবি’র বর্তমান প্যাকটা প্রকল্প এবং এসিজি'র অপারেশনাল গাইডলাইন ও নৈতিক আচরণবিধি বিষয়ে ধারণা লাভ করেন। এছাড়াও তারা দুর্নীতিবিরোধী আন্দোলন বেগবান করার কৌশল ও দক্ষতা অর্জন করেন।

বিকেল আড়াইটায় দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে সচেতন নাগকির কমিটি সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে ‘অভিজ্ঞতা বিনিময় সভা’ অুনষ্ঠিত হয়। সনাক পর্যায়ের পরিকল্পনা ও অর্জন বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিআইবি বরিশালের এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো: আশফাকুর রহমান।

উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণ স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ উত্তরণের উপায় নিয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সহসভাপতি সাইফুর রহমান মিরণ, টুনু রানী কর্মকার, সনাক সদস্য জাহানারা বেগম স্বপ্না, রেবেকা সুলতানা, শুভংকর চক্রবর্তী, ইয়েস দলনেতা মুক্তাসিম শাহরিয়া কৌশিক, চহুতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি সমন্বয়ক সুশান্ত অধিকারী, জেনারেল হাসপাতাল কেন্দ্রিক এসিজি সহ-সমন্বয়ক মুক্তা রানী, ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি সমন্বয়ক পঙ্কজ বিশ^াস প্রমুখ।

পরে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বের সঞ্চালনায় ছিলেন ভূমি অফিস কেন্দ্রিক এসিজি’র সহ-সমন্বয়ক শাকিল আহমেদ। উপস্থিত সনাক, এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক সদস্য প্রবীণ শিক্ষক ও শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে।