বরিশালে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

বরিশালে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও ২ হাজার ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে পৃথক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করেছে র্যাব-৮ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ দল বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুনচর এলাকায় অভিযান চালায়। অভিযানে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন হায়াতসার এলাকার মৃত আ. মাজেদ খানের ছেলে মো. সোহেল খান (৪০) ও বাবুগঞ্জ থানাধীন ছানি কেদারপুর এলাকার মৃত আলী আহম্মদ হাওলাদারের ছেলে মো. খবির হাওলাদার (৪২)কে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৭৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি সোহেলের বরিশাল নগরের হায়াতসার এলাকার বাসা থেকে ১ টি ৩৩ ইঞ্চি লম্বা রামদা ও ২ টি ২৩ ইঞ্চি লম্বা রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. আব্দুল্লাহ বাদি হয়ে বাবুগঞ্জ থানা ও কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক ফিরোজ আহম্মদ এর নেতৃত্বে নগরের ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পোল বাজার সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে মশিউর রহমান ওরফে অরিন বাবু (৩০) ১ হাজর ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
অরিন বাবু কোতোয়ালী মডেল থানাধীন বরিশাল নগরের মুসলিম গোরস্থান রোডস্থ ‘তাসিন ভিলা’ এর নিবাসী মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।